গাজীপুরের টঙ্গীতে বঁটি দিয়ে কুপিয়ে নিজের দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করেছেন সালেহা বেগম নামের এক নারী। নিহত শিশুরা হলো মালিহা আক্তার (৬) ও মো. আবদুল্লাহ (৪)।
শুক্রবার দিবাগত মধ্যরাতে পুলিশ হেফাজতে হত্যার কথা স্বীকার করেন সালেহা। তবে কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি তিনি। আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান সাংবাদিকদের জানান, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এখন তদন্ত চলছে। আমরা জানার চেষ্টা করছি, কেন এমন ঘটনা ঘটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
নিহত দুই শিশুর বাবা আবদুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তানসহ টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামের ৮তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। পুলিশ জানায়, ওই ভবন ও আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার সময় ফ্ল্যাটে সালেহা বেগম ছাড়া আর কেউ প্রবেশ বা বাহির হননি। ঘটনার পর তিনি নিজেই পাশের বাড়ি থেকে তাঁর দুই দেবরকে ডেকে আনেন। এ সময় তাঁর কথাবার্তা অসংলগ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।
পরে সন্ধ্যায় পুলিশ তাঁকে হেফাজতে নেয়। তাঁর হাতে কাটা দাগ দেখতে পেয়ে সন্দেহ গাঢ় হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মধ্যরাতে সন্তানদের হত্যা করার বিষয়টি স্বীকার করেন সালেহা। পুলিশ বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে মানসিক স্বাস্থ্যজনিত কোনো সমস্যা থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে।
আ. দৈ./ কাশেম