গত ১৩ দিনেও গ্রেপ্তার হয়নি রাজধানীর বনানীতে গাড়ি চাপায় ম্যাক্স সিকিউর লিমিটেডের নিরাপত্তা কর্মী দীন মোহাম্মদ (৫০) হত্যা মামলার আসামিরা। থানা পুলিশ ওই গাড়িটি আটক করলেও অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। কারণ হত্যাকারীরা অনেক প্রভাবশালী। এদিকে বনানী থানা পুলিশের অনেকটা নিরব ভূমিকার ফলে ভিকটিম নিরাপত্তা কর্মী দীন মোহাম্মদের পরিবার এবং ম্যাক্স সিকিউর লিমিটেডের মালিক পক্ষ আতঙ্কে রয়েছেন।
সূত্র মতে, পবিত্র রমজানের ঈদের আগে গত ৩০ মাচ দিবাগর্ত রাত সাড়ে ১১টার দিকে বনানীর ১২ নম্বর রোডে একটি জুতার দোকানে দায়িত্ব পালন করছিলেন দীন মোহাম্মদ। ওই রাতেই রাস্তায় একটি প্রাইভেটকার ঢাকা ম্ট্রো-ঘ, ১৮-৬৫৩১ এর চাপায় ম্যাক্স সিকিউর লিমিটেডের নিরাপত্তা কর্মী দীন মোহাম্মদ মারাত্মকভাবে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে, পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ভর্তি করান। ওইসব হাসপাতাল থেকে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। এখানে চিকিৎসাধীনঅবস্থাায় পরদিন গত ৩১ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে নিরাপত্তা কর্মী দীন মোহাম্মদের মৃত্যু হয়।
এই ঘটনায় ম্যাক্স সিকিউর লিমিটেডের পক্ষ থেকে সহকারী ব্যবস্থাপক (অপারেশন) মনির বাদী হয়ে গত ৫ এপ্রিল দিবাগত রাতে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করা হয়। তবে ওই গাড়ির মালিকের নাম মেহেদী মালেক সজিব বলে জানা যায়। ঘটনার পরই বনানী এলাকা থেকে ওই গাড়িটি জব্ধ করা হয় বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তবে পুলিশের পক্ষ থেকে ভিকটিমদের জানানো হয়, দীন মোহাম্মদকে (৫০) চাপা দেওয়া ওই গাড়িটি জব্দ করেছে পুলিশ। এই মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে আমরা আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।