চলমান ডেভিল হান্ট অভিযানে ঢাকার সাভারের বিভিন্ন স্থানে থেকে পেশাদার ৫ ছিনতাইকারী ও আশুলিয়া থানায় ডাকাতি মামলার এজাহার ভুক্ত ১ ডাকাতসহ ৬ জন কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় ডেভিল হান্ট অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্ব ডিবি (উত্তর), ঢাকা জেলার একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন সাভার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর স্ট্যান্ড সহ ব্যাংক টাউন স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন,ঢাকা জেলার সাভার থানার মজিদপুরের মৃত বুদ্ধ ফকিরের ছেলে,১। মোঃ ইব্রাহিম (২৫),মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার আড়াপাড়া রশিদ মেম্বারের মোড়ের মোঃ আঃ মালেকের ছেলে, ২। মোঃ সোহানুর রহমান (২৮),ঢাকা জেলার সাভার থানার ব্যাংক কলোনী এলাকার মৃত নুরুল শেখের ছেলে, ৩। মোঃ রাজু (২০),ঢাকা জেলার সাভার থানার ছোট বলিমেহের মৃত আব্দুল গনির ছেলে, ৪।মোঃ আসলাম (২৯), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ছাগল ডাংগি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে, ৫। লিটন (২১)।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, ঠাকুরগাঁও জেলার রাণী শংকর থানার কাশিপুর এলাকার তোফাজ্জল এর ছেলে, মো: রহমত (৩২)।
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন আজকের দৈনিক কে বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় রাতে ডেভিল হান্ট অভিযান পরিচালনাকালে সাভারের বিভিন্ন স্থান থেকে পেশাদার ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করি, আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত সাভার আশুলিয়া সহ আশপাশ এলাকায় ছিনতাই/ডাকাতি করিয়া আসিতেছে।
এ সময় তিনি আরো বলেন, ঈদকে কেন্দ্র করে রমজান মাসে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই-ডাকাতি বেড়ে যাওয়ায় সংবাদ পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি রোধে এবং ছিনতাই-ডাকাতি রোধে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান ও মহাসড়কে নজরদারি বৃদ্ধিসহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম শুরু করে। সেই অভিযানে গ্রেফতারকৃতরা মহাসড়কে উৎ পেতে থেকে যাত্রী ও পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার লুট করে নিয়ে যেতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে রিমান্ড আবেদন করে আজ (মঙ্গলবার) দুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে, ঢাকা জেলা ডিবি উত্তরের এসআই শেখ সেকান্দার আলী বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়া থানাধীন পিকআপ যোগে ডাকাতির মামলার এজাহার ভুক্ত আসামী মো: রহমত (৩২) গ্রেফতার করেছে।
আ, দৈ. /কাশেম/ নিলয়