পটুয়াখালীর বাউফলে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতরণ করা হয়েছে । রেনেসা যুবসংঘ দ্বীপাশা নামে একটি বেরসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার দ্বীপাশা ইসলামীয়া দাখিল মাদ্রাসা হলরুমে রেনেসা যুবসংঘ দ্বীপাশা, সামাজিক ও পরিবেশবাদি সংগঠনের সভাপতি নাসির উদ্দিন'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রনি'র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ডা: ইয়াকুব শরিফ ডিগ্রী কলেজ'র সহকারি অধ্যাপক মো. রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন দ্বীপাশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো আব্দুর রহমান,সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) শিক্ষক বশির আহম্মেদ মৃধা, মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়া উদ্দিন মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক মো. মজিবুর রহমান প্রমুখ। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের ২শ ৫০ টি পেয়ারা চারা বিতরণ করা হয়েছে।
আ. দৈ. /কাশেম/ নাজিম