বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "হাসিনা, তুমি এই প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভুল করেছ।" বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তিনি ইংরেজিতে লেখেন, "Hasina, you have messed with the wrong generation!" অর্থাৎ, "হাসিনা, তুমি ভুল প্রজন্মের সঙ্গে পেরে ওঠার চেষ্টা করেছ!" তার এই স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আরেকটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, "আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।"
জানা গেছে, ছাত্রসমাজের অভ্যুত্থানের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। রাত ৯টার দিকে তিনি ছাত্রসমাজের উদ্দেশে ভাষণও দেন।
তবে তার বক্তব্যের পরপরই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে বিক্ষুব্ধ ছাত্রদের জমায়েত বাড়তে থাকে। রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা বাড়িটিতে প্রবেশ করে এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালায়।
এরপর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং প্রবেশমুখে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল সম্পূর্ণ ধ্বংস করা হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে রাত ১০টা ৫০ মিনিটে একটি বুলডোজার আনা হয় এবং সেই বুলডোজার দিয়ে বাড়িটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
আ. দৈ./ সাধ