সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি, ঘুস ও অর্থ পাচারের অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২ জানুয়ারি) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে:
সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজ এবং বেনাপোল কাস্টম হাউসের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী
তার স্ত্রী হোসনা ফেরদৌস সুমি।
দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে আবেদন করেন, যেখানে উল্লেখ করা হয়, ঠিকাদারি কাজে কমিশন গ্রহণ, দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে মোজাম্মেল হক ও তার পরিবারের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি দেশত্যাগের চেষ্টা করছেন।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালাম তার বিরুদ্ধে আবেদন করেন। অভিযোগ রয়েছে, তিনি সরকারি পদে থেকে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন ও বিদেশে পাচার করেছেন। অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগ রোধ করা জরুরি বলে আদালতে আবেদন করা হয়।
সাবেক কমিশনার বেলাল হোসাইন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ
দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ঘুস, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে তারা হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। এছাড়া কানাডাসহ বিভিন্ন দেশে তাদের প্রচুর সম্পদ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, তারা গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন।
আদালতের আদেশের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে তাদের দেশত্যাগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।