মাত্র ১০ হাজার টাকার দাবিতে অপহরণ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী। তবে পুলিশের চেষ্টায় অপহরণের মাত্র চার ঘন্টার মাঝেই মুক্তি পায় সেই শিক্ষার্থী নাম শাকিল আহমেদ।
অপহৃতের পরিবার জানায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা শহর থেকে ফেরার পথে অপহরণকারীরা শাকিলকে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা দবি করে ১০ হাজার টাকা মুক্তিপণ।
পরিবার বিষয়টি জানতে পেরে স্থানীয় থানাকে জানালে পুলিশ ও শিক্ষার্থীদের তৎপরতায় চার ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করা হয়। আটক করে অভিযুক্ত অপহরণকারীদের একজনকে।
শাকিলের সহপাঠিররা জানান, মুঠোফোনের লোকেশন ট্রেস করে কুমিল্লার একটি পরিত্যক্ত বাড়ি থেকে রাত ৩টার দিকে শাকিলকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগী শাকিল আহমেদ কুবির আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, অপহরণের সঙ্গে তিন থেকে পাঁচজনের একটি চক্র জড়িত। আটককৃত একজনের কাছ থেকে তথ্য নিয়ে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এমআই