অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে দলটির যেসব নেতার হাতে রক্ত লেগেছে, তাদের বিচার হবে। প্রেস সচিব বলেন, "আওয়ামী লীগ নেতাদের মধ্যে এখনো কোনো অনুশোচনা নেই। তাদের নিষিদ্ধের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে।"
রবিবার বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন ও সংস্কার বিষয়ে শফিকুল আলম জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সরকার যে পরিমাণ সংস্কার চায়, তার ওপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে।
তিনি আরও উল্লেখ করেন, "আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে। তারা বছরের পর বছর মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে, কিন্তু প্রকৃত অবস্থা ছিল ভিন্ন।"
আ. দৈ./ সাধ