শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
সারাদেশ
সালথায় কলেজছাত্রকে হাতুড়িপেটা, হাসপাতালে কাতরাচ্ছে
ফরিদপুর প্রতিনিধি:
Publish: Thursday, 9 January, 2025, 7:06 PM  (ভিজিট : 22)

ফরিদপুরের সালথায় সাইদুর রহমান শাওন (১৮) নামের এক কলেজছাত্রকে হাতুড়ি পেটার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০৮ জানুয়ারী) রাতে  শাওনের বাবা মজনু মাতুব্বর হাতুড়িপেটার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (০৭ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে এ হাতুড়িপেটার ঘটনা ঘটে। 

একই সময় ধাঁরালো অস্ত্র দিয়ে কলেজছাত্র শাওনের পিঠে কোপ দেওয়া হয় বলে দাবি শাওনের পরিবারের। একই সময় শাওনের মোবাইলফোনও কেঁড়ে নেওয়া হয়। আহত শাওন বালিয়াগট্টি বাজার এলাকার মজনু মাতুব্বরের ছেলে ও ফরিদপুর সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

শাওনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইদুর রহমান শাওন বালিয়াগট্টি বাজারে তার বাবার দোকান থেকে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এসময় পথেমধ্যে স্থানীয় বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক তাকে হাতুড়িপেটা করেন। একই সময়ে তাকে কিল-ঘুষি ও পিঠে ছুরা দিয়ে কোপ দেওয়া হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এখন সে ব্যথায় হাসপাতালে কাতরাচ্ছেন।

আগামী ১২ জানুয়ারি শাওনের এইচএসসি ফাইনাল টেস্ট রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। শাওন আহত থাকায় এখন পরীক্ষা দেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এর আগেও ওই একই বাজারে গত রোববার সাজেদ নামের একজনকে মারধর করা হয়। তার একদিন পর সোমবার একটি চাঁদাবাজি মামলার বাদী ফরিদা বেগমের স্বামী ছাত্তার মাতুব্বর নামের এক বৃদ্ধকে মারপিট করা হয়। একইসাথে হত্যার হুমকি দেওয়া হয় চাঁদাবাজি মামলা তুলে নিতে। পরে চাঁদাবাজি মামলার বাদীর পরিবার প্রাণ রক্ষাতে সালথা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, কলেজছাত্র শাওনকে হাতুড়িপেটানোর খবর শুনে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরো  জানান, এছাড়া একটি চাঁদাবাজি মামলার বাদীর স্বামীকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।'

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল জানান, 'কলেজছাত্রকে হাতুড়িপেটাসহ অন্য আরও কয়েকটি ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।


আ. দৈ. /কাশেম/ রানা
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার
বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের
বিদায়ী সরকারের টিসিবির ৩৭ লাখ ফ্যামিলি কার্ডই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
আগামী বাজেট হতে পারে আট লাখ কোটি টাকার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝