বাংলাদেশ স্কাউটসের এর উদ্যোগে ১৯- ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সদর উপজেলার যমুনা নদীর পশ্চিম পাড়ে সমতলভূমি বেষ্টিত মনোরম প্রাকৃতিক পরিবেশ হার্ড পয়েন্ট সমাজ উন্নয়ন ক্যাম্প লক্ষে সিরাজগঞ্জে ৭ম জাতীয় কমডেকার স্থানীয় ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সেবা সাব কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের আয়োজনে ৭ ম জাতীয় কমডেকার স্থানীয় ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সেবা সাব কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। মতবিনিময় সভা সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস ( সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
মতবিনিময় সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, এর এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ,পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অধিদপ্তর পরিচালক ড. খান মোহাম্মদ মঈন উদ্দিন আল সোহেল, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সাবেক কমিশনার প্রফেসর মোঃ আমিনুল ইসলাম ( এলটি) বাংলাদেশ স্কাউটস এর আঞ্চলিক পরিচালক (রোভার অঞ্চল) এবং প্রকল্প পরিচালক, প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প (৪র্থ পর্যায়) এর মোঃ রুহুল আমিন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর (প্রোগ্রাম বিভাগের) মোসাঃ মাহফুজা পারভীন,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-৩, হার্ড) পয়েন্ট, সিরাজগঞ্জ (সিরাজগঞ্জ ও পাবনা জেলা) সহকারী পরিচালক মো: জামাল উদ্দীন,বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা এলটি প্রতিনিধি সরকার ছানোয়ার হোসেন, বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটি যুগ্ম- আহবায়ক সমাজ উন্নয়ন স্বাস্থ্য মোঃ সায়েত বাসিত, যুগ্ম - আহবায়ক সাধারণ সেবা ও প্রশাসন রিয়াজুল ইসলাম, যুগ্ম- আহবায়ক সংগঠন আব্দুল আলআমিন, যুগ্ম- আহবায়ক ভূ সম্পতি নাজমুল ইসলাম হুদয়, উপ-পরিচালক সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম - আহবায়ক এট্রাটেশন স্কাউটিং মোঃ আল আমিন ইসলাম,সদস্য সচিব প্রটোকল অফিসার লিয়াকত হোসেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা ইয়াং এডাল্ড লিডার মোঃ হাফিজুর রহমান হাফিজ, সিরাজগঞ্জ সদর উপজেলা সাবেক কমিশনার মোঃ সাজেদুল ইসলাম, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বর্তমান এডহক কমিটি সদস্য ওজেলা সাবেক কাব লিডার মোঃ আইউব, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের এডহক কমিটি সদস্য সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট) প্রমুখ। উল্লেখ্য ঃ সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাসহ স্কাউটারগণ উপস্থিত ছিলেন।
আ. দৈ/ কাশেম/ নজরুল