আর কিছুদিন পরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই নিজের পছন্দসই ব্যক্তিদের গুরুত্বপূর্ন পদে নিয়োগের জন্য মনোনীত তরার ঘোষণা দিচ্ছেন ট্রাম্প। বিষয়টি স্পষ্ট যে, বাইডেন প্রশাসনকে হটাতে ব্যাপক রদবদল করবেন তিনি।
এদিকে মার্কিন মুল্লুকে ক্ষমতার পরিবর্তনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে কী প্রভাব ফেলবে তা কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে।
আগামীকাল রোববার (৫ জানুয়ারি) ওয়াশিংটনে পালাবদলের তোড়জোড়ের মধ্যেই ভারত সফরে আসছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, দু’দিনের ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দিল্লি আইআইটিতে বিদেশনীতি সংক্রান্ত একটি আলোচনাসভাতেও যোগ দেবেন।
ভারতের গণমাধ্যমের সূত্রে জানা গেছে, অজিত ডোভালের সঙ্গে সুলিভানের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ ও শেখ হাসিনা ইস্যু।
আ. দৈ/ আফরোজা