সোমবার, ১৭ নভেম্বর ২০২৫,
৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
সারাদেশ
দলের শৃঙ্খলা পরিপন্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা: কক্সবাজার বিএনপি
কক্সবাজার প্রতিনিধিঃ
Publish: Thursday, 26 December, 2024, 8:27 PM  (ভিজিট : 158)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া পৌরসভা বিএনপি’র উদ্যোগে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে চকরিয়া আবাসিক মহিলা কলেজ হলরুম মিলনায়তনে পৌরসভা বিএনপি’র সভাপতি সাবেক মেয়র  নুরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহাজাহান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কক্সবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. শামীম আরা স্বপ্না। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী ও দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।

জেলা নেতৃবৃন্দ ছাড়াও আয়োজিত সভায় পৌরসভা বিএনপি’র উপদেষ্টা ও পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, বিএনপি এদেশের সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। দেশের মানুষের কাছে এই দল আস্থা অর্জন করেছে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটানো হয়। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মামলা, হামলা ও নানা ভাবে অত্যাচার-নির্যাতিত হয়েছে।

বিএনপির প্রতিটি নেতা-কর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছিল। দেশ নতুন করে স্বাধীন হয়েছে ভেবে জনগণ থেকে যেন দলকে বিচ্ছিন্ন না করে ফেলি নিজদের ব্যাক্তিগত স্বার্থের জন্য। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসঙ্গে আগামী নির্বাচনের জন্য কাজ করে যাবেন। বর্তমান সময়ে দলকে তৃণমূল পর্যায়ে আরো গতিশীল ও সুসংগঠিত করা খুবই প্রয়োজন। বিএনপির দলীয় কোন নেতাকর্মী যাতে সংগঠন পরিপন্থী কাজ না করে। কেউ দলের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাহ উদ্দিন আহমদ ও দলের যাতে সম্মান ক্ষুন্ন না হয় এ ধরণের কাজ থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকার জন্য সকলের প্রতি সভায় আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন আমাদের জননেতা সালাহ উদ্দিন আহমদ শুধু কক্সবাজারের নেতা নন তিনি এখন সারা বাংলার নেতা।

আ. দৈ. /কাশেম /বিজন
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শার্শায় পল্লীতে কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি
দাউদ ইব্রাহিমের পার্টিতে দুই বলিউড তারকা, নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬
আগুন-ককটেল হামলাকারীকে গুলি চালানোর নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

সাঈদ খোকনসহ ৩জনে বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা দুদকের
ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড
আর মেগা প্রজেক্ট থাকবে না, স্কিল ডেভেলপমেন্টকে গরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক যান চলাচল শুরু,
সারাদেশ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝