ইউনিয়ন ব্যাংক পিএলসির শারীআহ্ সুপারভাইজরি কমিটির ৪৩তম (নবগঠিত কমিটির ১ম) সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে কমিটির চেয়ারম্যান ড. আবু নোমান মো. রফিকুর রহমান মাদানীর সভাপতিত্বে কমিটির সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. হাফিজ মুজতাবা রিজা আহমাদ।
সভায় কমিটির সদস্য সর্বজনাব মুফতি ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা, মাওলানা ইয়াকুব শরাফতী ও মাওলানা প্রফেসর এ. এন. এম. রশীদ আহমাদ উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ৩০.০৯.২০২৪ ভিত্তিক অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়। এছাড়া কৃষি বিনিয়োগ সংক্রান্ত একটি নীতিমালা ও ২১ শাখার শরীআহ্ অডিট রিপোর্ট পর্যালোচনা শেষে অনুমোদন করা হয়।
আ.দৈ/এআর