ময়মনসিংহে একটি সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুম থেকে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে গোপন সংবাদের অস্ত্র ও মাদক কেনাবেচার তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার শোবার ঘর থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। এসময় তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করা হয়। হৃদয় মিয়া ময়মনসিংহের পাগলা থানাধীন নীগুয়ারী গ্রামের বাসিন্দা। তিনি চাকরির সুবাদে তার স্ত্রীকে নিয়ে থাকতেন সরকারি এই খামারে।
তবে সরকারি প্রতিষ্ঠানে অস্ত্র ও মাদক রেখে ব্যবসার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন খামারের ব্যবস্থাপক হাছেন আলী। তিনি বলেন, মধ্যরাতে পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র উদ্ধারের বিষয়টি দেখেছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম খান বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে এগুলো কীভাবে এলো, এ বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে, পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আ. দৈ/ আফরোজা