সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে গত ৫ আগস্ট লুট হওয়া একটি পিস্তল আজ শনিবার দুপুরে উদ্ধার করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের নিকটস্থ কাচটাহাঁড়ি এলাকার একটি সমাধিস্থলের পাশ থেকে নাইন এমএম এ পিস্তল উদ্ধার করা হয়। ঝোপের মধ্যে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল অস্ত্রটি।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্ট শ্যামনগর থানায় হামলা করে কয়েক শ দুষ্কৃতকারী। তারা থানা ভবনে থাকা সরকারি, বেসরকারি অস্ত্রসহ অন্য মালামাল লুট করার পর অগ্নিসংযোগ করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্লা বলেন, থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। আজ দুপুরে খবর পেয়ে সহকারী উপপরিদর্শক রিপন মজুমদার ও মো. ওমর মিয়া কাচটাহাঁড়ি এলাকার একটি সমাধিস্থলে অভিযান চালান। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিন ব্যাগে থাকা একটি নাইন এমএম পিস্তল পাওয়া যায়।
এছাড়াও সাতটি সরকারি আগ্নেয়াস্ত্র, ব্যক্তিমালিকানাধীন অস্ত্র ও আলামত হিসেবে জব্দ করা দেড় ডজন অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। লুণ্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করার ঘোষণা দেন ওসি।
আ. দৈ/ সাম্য