অন্তর্বর্তী সরকার জণগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলো কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে জাতীয়তাবাদী কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে এক-এগারোর ফখরুদ্দীন-মইনুদ্দিনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। রাজনৈতিক দলগুলোকে হেয় করলে জনপ্রিয়তা হ্রাস পাবে সরকারের।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের ব্যর্থতা নিয়ে উপদেষ্টার বক্তব্য অনভিপ্রেত। ছাত্র-জনতার আন্দোলন মূলত রাজনৈতিক দলেরই আন্দোলন। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলো কর্মসূচি ঘোষণা করবে।
চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট ভাঙা সরকারের কাজ উল্লেখ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বিশেষ কারও পক্ষে নয়, ব্যবস্থা নিতে হবে সব অন্যায়কারীর বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের দোসরদের লালনপালন বন্ধ না করলে চাঁদাবাজিসহ বিশৃঙ্খলা থামবে না।
আ. দৈ/ আফরোজা