চলতি বছরের অক্টোবরে সুইডেনের স্টকহোমে ঘুরতে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে। মাত্র দুই দিন ছিলেন সেখানে। তাতেই বাজে এক কাণ্ডে জড়ায় এমবাপের নাম। ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।
এমবাপের বিরুদ্ধে অভিযোগ উঠার পর থেকেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছিল। তবে এর সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় তদন্তপ্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় তদন্ত কার্যক্রম চালিয়ে নেয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।
সিরাকোভা বলেন, ‘তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হলো।’
আ.দৈ/এমএমএস