উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ভর্তি হন আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে। এক্ষেত্রে ভারত থেকে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য। তবে ভারতীয় শিক্ষার্থীদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা ভারতীয় শিক্ষার্থীরা কম পেয়েছেন। এর মানে আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় শিক্ষার্থীরা ব্যাপকভাবে ভিসা প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বছরের প্রথম ৯ মাসে আগের বছরের তুলনায় ভারতীয়রা ৩৮ শতাংশ ভিসা কম পেয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট অব কনস্যুলার অ্যাফেয়ার্সের মাসিক প্রতিবেদনের তথ্য ধরে ভারতের এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য মোট ৬৪ হাজার ৮টি এফ-১ ভিসা বা স্টুডেন্ট ভিসা ইস্যু করা হয়েছে। ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯৫। অর্থাৎ, ৯ মাসে ভারতীয় শিক্ষার্থীরা ৩৮ শতাংশ ভিসা কম পেয়েছেন।
২০২০ সালের পর এ বছরই সবচেয়ে কমসংখ্যক ভারতীয় শিক্ষার্থীর ভিসা অনুমোদন করা হয়েছে। সে বছর যুক্তরাষ্ট্র মাত্র ৬ হাজার ৬৪৬ ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দিয়েছিল। তবে ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয়দের ৯৩ হাজার ১৮১টি এফ-১ ভিসা দেয়া হয়।
তবে এফ-১ ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতই কম পেয়েছে এমনটা নয়। চীনা শিক্ষার্থীরাও চলতি বছর আগের বছরের তুলনায় ৮ শতাংশ কম ভিসা পেয়েছে। সরকারি তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে চীনা শিক্ষার্থীদের জন্য ৭৩ হাজার ৭৮১টি এফ-১ ভিসা ইস্যু করা হয়েছে। ২০২৩ সালের একই সময়ে ৮০ হাজার ৬০৩টি ভিসা দিয়েছেল আমেরিকা। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৫২ হাজার ৩৪টি।
আ. দৈ/ আফরোজা