মুন্সীগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার মধ্যে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে মো. সজিব নামের এক কিশোর আহত হয়েছে।
আজ রবিবার ( ৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত কিশোরের দুই হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সজিব নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকায় ময়লার ভাগাড়ে পরিত্যক্ত বোতল খুঁজছিল সজিব।
এ সময় হঠাৎ ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর জখম হয় সজিব। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, বোমা সদৃশ ককটেল বিস্ফোরণে আহত কিশোরের তলপেট, পা ও দুই হাতের কব্জি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সজিব দে জানান, ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
আ.দৈ/ সাম্য