মার্কিন প্রতিরক্ষা স্টার্টআপ অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের সঙ্গে সামরিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উন্নয়নের জন্য চুক্তি করেছে ওপেনএআই।
গত বুধবার (৪ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে, উভয় কোম্পানি যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে উদীয়মান মানবহীন সিস্টেম এবং প্রচলিত মানুষ চালিত প্ল্যাটফর্মের বিপজ্জনক হুমকির কথা উল্লেখ করেছে।
এই কৌশলগত অংশীদারিত্ব বিশেষত "কাউন্টার-আনম্যানড এয়ারক্রাফ্ট সিস্টেম (সিইউএএস)" এবং রিয়েল-টাইম প্রাণঘাতী হামলা শনাক্তকরণ ও প্রতিরোধে সক্ষম প্রযুক্তি তৈরিতে নজর দেবে। চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ না করা হলেও এটি মার্কিন প্রযুক্তিগত আধিপত্য ধরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে চীনের বিরুদ্ধে এআই প্রতিযোগিতার ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে’ গৃহীত বলে জানানো হয়েছে।
ব্রিটিশ একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই অংশীদারিত্ব বিশ্বের সবচেয়ে মূল্যবান এআই কোম্পানি ওপেনএআই এবং শীর্ষ মার্কিন প্রতিরক্ষা স্টার্টআপ অ্যান্ডুরিলকে একত্র করেছে। অ্যান্ডুরিল মূলত সামরিক কাজে ব্যবহৃত ড্রোন, সেন্সর টাওয়ার এবং সফটওয়্যার তৈরি করে, যা শত্রু ড্রোনের আগাম শনাক্তকরণ ও প্রতিরোধে সক্ষম।
এর আগে সামরিক কাজে নিজেদের প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করেছিল ওপেনএআই। তবে জানুয়ারিতে সামরিক সহযোগিতার জন্য তাদের নীতিমালা পরিবর্তন করে। ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই জানায়, অ্যান্ডুরিলের সঙ্গে যৌথভাবে তৈরি করা প্রযুক্তি শুধুমাত্র প্রতিরক্ষা অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হবে।
আ.দৈ/ এমএমএস