ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াস করেছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে এসে ছন্দপতন হয়েছে টাইগ্রেসদের। টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে এবার নিজেরাই যেনো হোয়াইটওয়াস হওয়ার পথে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাদের দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৪৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগ্রেসদের।
দ্বিতীয় ম্যাচে ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
মাত্র ২২ রানের মধ্যে ওপরের সারির ৪ ব্যাটারকে হারানোর পর পঞ্চম উইকেটে শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার মিলে ৪৮ রান যোগ করলেও এই দুজনের বিদায়ের পর আর এগাতে পারেনি বাংলাদেশ।
শারমিন আউট হন ৪৩ বলে ৩৮ রান করে। আর স্বর্ণার ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান। ৮৭ রানে অলআউট হন বাংলাদেশের মেয়েরা।
আয়ারল্যান্ডের হয়ে ওরলা প্রেন্ডারগাস্ট নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আরলেনা কেলি ও লরা ডেলানি। বাকি একটি উইকেট গেছে আলানা ড্যাজেল।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করেন আইরিশ মেয়েরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন লরা ডেলানি। দ্বিতীয় সর্বোচ্চ ওরলা প্রেন্ডারগাস্ট করেন ৩২ রান। বাংলাদেশের হয়ে চার ওভারে ২০ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন নাহিদা।
সিরিজের শেষ ম্যাচ ৯ ডিসেম্বর।
আ. দৈ./ সাধ