সোনালী ব্যাংক স্টাফ কলেজ আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন কোর্স ফর নিউলি অ্যাপয়েন্টেড সিনিয়র অফিসার ও সমমান এবং অফিসার ও সমমান’ শীর্ষক ছয়টি ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার প্রদান করেন সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মোঃ শওকত আলী খান। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্টাফ কলেজের প্রিন্সিপাল সাহিদা খানমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে স্টাফ কলেজের সকল নির্বাহী, ফ্যাকাল্টি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আ. দৈ. / কাশেম/ রমজান