সোমবার, ২০ জানুয়ারি ২০২৫,
৭ মাঘ ১৪৩১
ই-পেপার

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
সারাদেশ
উগ্রবাদি সংগঠন ইসকনকে নিষিদ্ধ না করলে, আমরাই রুখে দিবো: মামুনুল হক
এহসান রানা, ফরিদপুর
Publish: Thursday, 28 November, 2024, 5:55 PM  (ভিজিট : 37)

চট্রগ্রামে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফ কে কুপিয়ে হত্যার প্রতিবাদ করে ইসকন কে উগ্রবাদী আখ্যা দেয়া হয়। উগ্রবাদি সংগঠন ইসকন কে যদি রুখে না দেয়া যায়, নিষিদ্ধ করা না হয়, তবে আমরাই রুখে দিবো।

বুধবার ( ২৭ নভেম্বর) সন্ধ্যার পর ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব আল্লামা মামুনুল হক এ কথা বলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে পুলিশের গৌরব উজ্জল ভুমিকাকে বিতর্কিত করতে পুলিশ কে জনগণের মুখোমুখি করে তুলেছে হাসিনা সরকার।

স্বৈরাচারী সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, সেসময় শেখ হাসিনার ইশারা ছাড়া প্রধান বিচারপতি কোন রায় দিতো না, বিচার বিভাগ কে ধংস করা হয়েছে। প্রশাসনের সর্বচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যন্ত দলীয় করণ করা হয়েছিল। সরকারি দপ্তর গুলোতে দলীয় ক্যাডার নিয়োগ করে লুটপাট কায়েম করেছিল তারা। আওয়ামী সরকার পদ্মা সেতু থেকে শুরু করে সকল মেগা প্রকল্পের নামে হরিলুট করেছে।

অন্তর্বতিকালিন সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন,  বৈষম্য দুর করে সংখ্যানুপাতিক হারে সুযোগ সুবিধা বিন্যাস করুন। জনগণের রক্তের উপর দিয়ে মশনদে থাকার চেষ্টা করবেন না। জনগণ যেকদিন চাই ততদিনের বেশি থাকার চেষ্টা করবেন না। আপনাদের দীর্ঘ দিনের দেশ চালার দায়িত্ব না। নির্বাচন কমিশন গঠন করায় বর্তমান সরকার কে ধন্যবাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার দাবি জানান তিনি। 

আবু সাইদের মত সকল ছাত্রজনতার রক্তর দান বৃথা যেতে দেয়া হবে না। সংবিধান সংস্কারকালে ইসলাম পরিপন্থি কোন আইন যাতে সংসদে কখনও পাশ না হতে পারে সেই দাবিও তুলে ধরা হয়। এছাড়াও গণ সমাবেশ থেকে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ও খেলাফতের বাংলাদেশ প্রতিষ্ঠার দাবি করেন বক্তারা।

১৫ বছরের অত্যাচার অবিচারে আলেম সমাজ বেশি নির্যাতনের স্বীকার হওয়ার অভিযোগ করা হয়। তাছাড়াও ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে ঘুমন্ত নিরস্ত্র আলেম ওলামার উপর হামলা ছিল স্মরনকালের নজির বিহীন বর্বরতা।  

বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের।

পরে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এর যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন ও ফরিদপুর-৪ আসনে খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষনা করে তাদের হাতে রিকসা প্রতীক তুলে দেয়া হয়। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলতে আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা গণ সমাবেশে উপস্থিত হন। 

আ. দৈ. /কাশেম / রানা
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাদারীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়ার ৮৯তম জন্ম বার্ষিকী পালন
ফরিদপুরে নানা আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত
ফরিদপুরে টাকা না দেয়ায় ওয়ার্ড বয়দের হেনস্তায় রোগী মৃত্যুর অভিযোগ
গোপালগঞ্জে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত
ময়মনসিংহে ভয়ংকর রক্ত সিন্ডিকেট
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

রেলওয়ের উন্নয়নে অনুদান দিবে দক্ষিণ কোরিয়া
ডিবি হারুনকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ডা. সাবরিনা
থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায় সে চেষ্টা করব’
আরাকান আর্মির হাতে টেকনাফমুখী ৩ পণ্যবাহী জাহাজ আটক
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝