সিরাজগঞ্জে সরকারের পক্ষে দেওয়ানি ও ফৌজদারী মামলা পরিচালনার জন্য ৫৪ আইনজীবীকে আইন কর্মকর্তা ও প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে নবনিযুক্ত পিপি রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আদালতে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ৫৪ জন বিএনপি ও জামায়াত সমর্থিত। অন্য কোনো রাজনৈতিক দলের আইনজীবীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া ফৌজদারি মামলা পরিচালনার জন্য জেলা ও দায়রা জজ আদালতে ১০ জন অতিরিক্ত সরকারি কোঁসুলি, ২২ জন সহকারী সরকারি কোঁসুলি এবং জেলা জজ আদালতে চারজন অতিরিক্ত সরকারি কোঁসুলি ও ১২ জন সহকারী সরকারি কোঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চারজন আইনজীবী নিয়োগ পেয়েছেন।
এতে সিরাজগঞ্জ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক রফিক সরকারকে সরকারি কৌঁসুলি (পিপি) এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোবারক আলীকে গর্ভমেন্ট (জিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে ১৮ নভেম্বর আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারি আইন কর্মকর্তাদের এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব বাতিল করা হয়েছে।
আ. দৈনিক/ কাশেম/ নজরুল