মাদারীপুরে পাদুকা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত ৮টায় পুরান বাজার হাওলাদার মার্কেটের দ্বিতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ব্যবসায়ীরা। পরে দুই বছরের জন্য নির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির প্রত্যেকে তাদের অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, ব্যবসার মূল হচ্ছে সততা এবং সততার সঙ্গে ব্যবসা করা। কাজেই ব্যবসায়ীদের ঐক্যের মাধ্যমে ব্যবসাকে সমৃদ্ধ করতে হবে। এছাড়া ব্যবসাকে টিকিয়ে রাখতে সকলের ঐক্যবদ্ধ হতে হবে।
সমিতির সাবেক সভাপতি মোঃ মোস্তফা জামান বাবলু’র সভাপতিত্বে সভায় অন্যদের উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন হাওলাদার, উপদেষ্টা ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ বাবুল হাওলাদার, উপদেষ্টা হুমায়ন হাওলাদার সহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র ব্যবসায়ী গোলাম আজম ইরাদ ও ব্যবসায়ী সুমন দাস।
ব্যবসায়ীরা জানান, পাদুকা ব্যবসায়ী সমিতির বর্তমান সদস্য ৬৯ জন। এর মধ্যে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়েছে। এরা হলেন সভাপতি মোঃ আসাদুজ্জামান অন্তু, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বেপারী, সিনিয়র সহ সভাপতি মোঃ মেহেদী হাসান মামুন মুন্সী, সহ-সভাপতি দুই জন মোঃ সজিব সরদার ও মোঃ রাজিব হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, সহ সম্পাদক মোঃ হাসানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন আকন, কোষাধ্যক্ষ মোঃ সুজন ছৈয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ লিয়ন ঢালী, ক্রীড়া সম্পাদক মোঃ রাজা মাতুব্বর ও প্রচার সম্পাদক পদে শ্রী শুভ ঘোষ নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য পদে মোঃ মোস্তফা জামান বাবলু, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সোহরাব হোসেন, মোঃ বাহাদুর খান, মোঃ আলী হাওলাদার ও মোঃ ফয়সাল তালুকদার নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সবাইকে ফুল দিয়ে অভিনন্দন জানান অতিথিরা।
দৈ. বার্তা সরণি/ একে/ ইমদাদুল