পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপি' কমিটি'র পদবঞ্চিত নেতা কর্মীরা। আয়োজিত কর্মসূচিতে স্থানীয় কৃষক মৎস্যজীবী ও সাধারণ মানুষ সহ নির্যাতিতরা অংশগ্রহন করেন।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান বাজারে এর আয়োজন করা হয়। বিএনপি নেতা বাবুল ব্যাপারীর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলে মনির খান. রুহুল আমীন. হুমায়ন কবির. মো. আজিজ ও মো. রহিম। ওই সময়ে মানববন্ধনে বক্তারা বলেন. উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ. জেলা বিএনপির আহবায়ক আ. রশিদ চুন্নু ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেনকে দিয়ে ত্যাগী বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে চন্দ্রদ্বীপ ইউনিয়ন কমিটি দেওয়া হয়েছে।
বিগত দিনে যারা আওয়ামীলীগ করেছে তাদের ওই কমিটিতে রাখা হয়েছে। কমিটির মধ্যে অনেক আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অন্তুর্ভূক্ত করা হয়েছে। বিগত সৈরশাসকের আমলে যারা আমাদের একরের পর একর সম্পত্তি বেদখল করে ভোগ দখল করেছে যারা আমাদের নির্মম ভাবে পিটিয়ে আহত করেছে যারা আমাদের গরু ছাগল ও হাসের খামার লুট করেছে তারাই আজ বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা আওয়ামীলীগের আমলে যাদের হাতে নির্জাতনের স্বীকার হয়েছি এখন সেই একই লোকগুলোকে দিয়ে আপেল মাহমুদ ফিরোজ আমাদেরকে হয়রানী করাচ্ছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের দুইটি ট্রলার ঘাট উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান আলকাছ মোল্লা যাদের দিয়ে নিয়ন্ত্রন করাতেন এখনও তাদের ভোগ দখলে। আপেল মাহমুদ ফিরোজ চেয়ারম্যানের সাথে সখ্যতা করে একটি অংশ ভাগ নেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন. তাদের আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তারা যে আওয়ামীলীগের লোক সেটার প্রমান আছে। আমি কোন আওয়ামীলীগের লোকের সাথে আতাত করি নাই।
আ.দৈ. /কাশেম/ নাজিম