বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
২৯ কার্তিক ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
সারাদেশ
সিরাজগঞ্জ-৪ আজাদকে ধানের শীর্ষের প্রার্থী করলে বিজয় নিশ্চিত
বিশেষ প্রতিনিধি
Publish: Friday, 7 November, 2025, 6:48 PM  (ভিজিট : 4781)

নানান হিসেব নিকাশ শেষে অবশেষে সিরাজগঞ্জ-৪ আসনের (উল্লাপাড়া-সলঙ্গা) প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গুরুত্বপূর্ণ এই আসনে সম্ভাব্য প্রার্থী হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলী। যদিও আকবর আলী এখনো চুড়ান্ত প্রার্থী বলছে দলটি। প্রয়োজনে প্রার্থীতা পরিবর্তনও হতে পারে বলে মনোনয়ন প্রকাশের দিনই বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

অন্যদিকে এই আসনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে প্রার্থীতা ঘোষণা করেছে জামায়াত। তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবেই ধরে নেওয়া হয়। 

উল্লাপাড়ার সাধারণ মানুষের অভিযোগ, উল্লাপাড়ায় বিএনপির প্রার্থী যাকে করা হয়েছে অবিলম্বে তা যদি পরিবর্তন না করা হয় তাহলে এই আসনে বড় ব্যবধানে পরাজয় বরণ করবে দলটি। কারণ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আকবর আলী এমন ভোট পেয়েছিল যে তার জামানত বাতিল হয়েছিল। এবার যেহেতু আওয়ামী লীগ নেই তথাপিও বিএনপির প্রার্থী আকবর আলী এই আসনে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খানের কাছে পরাজিত হবেন। 

বিএনপি নেতাকর্মীদের দাবি, সিরাজগঞ্জ-৪ আসনে (উল্লাপাড়া-সলঙ্গা) প্রার্থী পরিবর্তন করে উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেনকে প্রার্থী করা হলে অন্তত ৭০ হাজার ভোটের ব্যবধানে বিএনপি জিতে যাবে। কারণ তিনি গত ১৫ বছর ধরে এই আসনে বিএনপির জন্য কাজ করেছেন। নানানভাবে হামলা মামলার শিকার হয়েছেন। আওয়ামী লীগ হামলা মামলা করেছে যেমন তেমনিক জামায়াতও হামলা করেছে বেশ কয়েকবার। 

আজাদ হোসেন ১৯৮৭ সালে উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়ে ১৯৯১ সাল পর্যন্ত থাকেন। ১৯৯২ সালে তিনি উপজেলা যুবদল সভাপতি নির্বাচিত হন। একটানা ১৯৯৮ সাল পর্যন্ত তিনি যুবদল সভাপতির পদ অলঙ্কিত করেন। একই সময়ে তিনি সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতির পদেও ছিলেন। এরপর তিনি উল্লাপাড়া পৌর বিএনপির ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন। এখনো সদস্য সচিব পদে বহাল রয়েছেন। আজাদ হোসেন বিরুদ্ধে ১৬ বছর মামলা হয়েছে ৪১টি। 

বিএনপি নেতাকর্মীদের দাবি, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) নির্বাচনী এলাকায় বিএনপির আরও অনেক প্রার্থীতা চেয়েছিলেন। তারা হলেন-উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল ওহাব, সদস্য সচিব আজাদ হোসেন, পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. সিমকী ইমাম, জেলা বিএনপির সহসভাপতি কে.এম শরফুদ্দীন মঞ্জু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রনি। এরপরেও নেতাকর্মীদের দাবি, আজাদ হোসেনই এই আসনের একমাত্র যোগ্যপ্রার্থী। বিএনপি তাকে মনোনয়ন দিলে খুবই ভালো করবে। 

নেতাকর্মীদের অভিযোগ, আকবর আলীর বয়স এই মুহুর্তে ৯০ বছর। তিনি একা চলাফেরা করতে পারেন না। দুই দিকে দুজন ধরে তিনি চলাচল করেন। কেন্দ্রীয় নেতা হয়েও তার ভোটের জনপ্রিয়তা আজাদের চেয়ে বেশি নয়। তিনি এলাকায় খুব একটা যেতেন না। সবসময় ঢাকাতেই পড়ে থাকতেন। অথচ আজাদ হোসেন সেই ১৯৮৭ সাল থেকে এলাকার মাটি ও মানুষের সাথে মিশে বিএনপির রাজনীতি করেছেন এবং আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষের সাথে থেকে বিএনপিকে এগিয়ে নিয়েছেন। কাজেই এলাকার মানুষ বিএনপির প্রার্থী হিসেবে আজাদ হোসেনকেই দেখতে চান। 

আ. দৈ. /কাশেম

 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হিরো আলমকে আটক করতে গ্রেফতারি পরোয়ানা জারি
সেনা কর্মকর্তা সেজে প্রেমের জাল বুনলেন প্রতারক
দেশ ছেড়ে পালিয়েছে স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগ: এটিএম আজহারুল
হাসিনার সাক্ষাৎকার নিয়ে ঢাকায় ভারতীয় দূত তলব
ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম সহ আটক ৩
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে গ্রেফতার হওয়া আ'লীগ নেতা ফারুক কারাগারে
ডিএনসিসি প্রশাসকের দপ্তরের নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
ফরিদপুরে জেলা আ.লীগের সভাপতি ফারুক হোসেন আটক
সারাদেশ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝