মেহেরপুরের গাংনী আসনে বিএনপির দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে আগামী ২০ দিন শান্তি পূর্ণভাবে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন দলের গাংনী উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় দলের মেহেরপুর জেলা সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে ওই দুই ইউনিটের যৌথসভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু সভায় সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা সাংগাঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা সাংগাঠনিক সম্পাদক আব্দাল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু, উপজেলা বিএনপির নেত্রী ফরিদা পারভীন, বামন্দী ইউনিয়ন সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, মটমুড়া ইউনিয়ন সভাপতি হামিদুল হক, পৌর সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর সাংগাঠনিক সম্পাদক সুমন এডাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বিপ্লব এবং গাংনী উপজেলা সভাপতি রিপন হোসেন।
উল্লেখ্য, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না দেওয়ার পর থেকেই দলের একাংশের নেতাকর্মীরা আন্দোলন শুরু করেন।
তারা মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে টায়ার জালিয়ে অবরোধ করেন। পরের দিন সকালে জাভেদ মাসুদ মিল্টনের গ্রুপ ও সাবেক এমপি আমজাদ হোসেন গ্রুপের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।
আ.দৈ./কাশেম