শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন চকপাঁচপাড়া চৌরাস্তা মোড় এলাকার “রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা”-এর ৫ম তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য ১০.০০ (দশ লক্ষ) টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ, রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মো: শফিকুল ইসলাম এর নিকট উক্ত অনুদানের চেক প্রদান করেন।
উক্ত অনুদানের চেক প্রদানকালে অন্যান্যদের মধ্যে রহীমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা এর ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল কাফি এবং ব্যাংক ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ অফিসার মো: কামাল মিয়া উপস্থিত ছিলেন।