ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ঢাকা সিটি করপোরেশনের মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, “যারা একসময় বাংলাদেশ চায়নি, তারাই এখন দেশের ক্ষমতা চায়। ধর্মের দোহাই দিয়ে জাতিকে বিভক্ত করছে, স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে। তারা মনে করছে আওয়ামী লীগের ভোট তাদের পাবে, কিন্তু বাস্তবে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে।”
দেশের বর্তমান অবস্থা নিয়ে সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “দেশ এখন এমন অবস্থায় এসেছে- কে চালাচ্ছে তা বোঝা যায় না। সবাই সংস্কারের কথা বলছে, কিন্তু আসলে কী সংস্কার হয়েছে? বেকারত্ব বাড়ছে, ঢাকায় মানুষের চাপ বেড়েছে, ফুটপাতে দোকান গজাচ্ছে, অথচ সরকারের কোনো মনোযোগ নেই।”
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, “দেশকে ওলটপালট করে দিয়ে এক শ্রেণি শুধু লুটপাটে ব্যস্ত। জনগণের কল্যাণ নয়, তাদের লক্ষ্য নিজেরা সুবিধা নেওয়া।”
বর্তমান সরকার দুটি দলের ওপর নির্ভরশীল বলে মন্তব্য করে তিনি বলেন, “একটা তাদের নিজের তৈরি দল, আরেকটা পুরোনো। এদের কোনো জনভিত্তি নেই। প্রতীক বণ্টন থেকে সিদ্ধান্ত- সবকিছুই সরকারের ইচ্ছামতো হচ্ছে।”
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই দলগুলোকে জেতাতে সরকার যেকোনো অনৈতিক বা অবৈধ পথে যেতে পারে। অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগের ‘রাতের ভোটের’ মতো কিছু করে ফেলতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।”
মনোনয়ন প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “আমাদের মনোনয়ন প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন হয়েছে। কেউ কেউ কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন- কিন্তু তারেক রহমান গভীরভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন। এখন সময় ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী লড়াইয়ে নামার।”