মিডল্যান্ড ব্যাংক পিএলসি অলওয়েল (Olwel)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
অলওয়েল একটি ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান, যারা উন্নয়নশীল দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। প্রতিষ্ঠানটি এমন একটি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা দক্ষ ও প্রশিক্ষিত জেনারেল প্র্যাকটিশনার (GP) চিকিৎসকদের সঙ্গে রোগীদের সংযুক্ত করে, যাতে রোগীরা ঘরে বসেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন।
মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-২, ঢাকায় ২২ অক্টোবর বুধবার সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার (CTO) মোঃ নাজমুল হুদা সরকার এবং অলওয়েলের মেডিকেল অপারেশনস ডিরেক্টর ডা. ফিরোজ সালাহউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্বের আওতায়, মিডল্যান্ড ব্যাংকের সকল কার্ডধারী (ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড) টেলিমেডিসিন (শুধু GP ডাক্তারদের ক্ষেত্রে) ও ডাক্তার হোম ভিজিট সেবা’তে ১০% ছাড়, প্যারেন্ট কেয়ার প্ল্যানে ১০% ছাড় এবং হোম স্যাম্পল কালেকশন ও ল্যাব টেস্টে সর্বোচ্চ ২৫% ছাড় (কালেকশন ফি ব্যতীত) সুবিধা পাবেন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মোঃ আবেদ-উর-রহমান, মোঃ রাজিব হোসেন এবং অলওয়েলের হেলথ সার্ভিসেস কো-অর্ডিনেটর ডা. শাকিল মাহমুদ, পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।