বিগত সরকারের সময় শাপলা চত্বরে গণহত্যার ঘটনা মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, আ.লীগ আমলে যারা শাপলা চত্তরে শহিদ হয়েছেন, তাদের পরিবারগুলো ভয় পেত পরিচয় দিতে। অর্ন্তবর্তী সরকারের উদ্যোগে শহিদদের সম্মাননা দেয়ার কাজ চলমান আছে।
তিনি বলেন, একটি দেশে ইতিহাস ও সার্বভৌমত্ব রক্ষায় শহিদদের অবদান সবসময় স্মরণ রাখতে হবে। অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, মৃত্যুর তথ্য নিয়ে যখন মিথ্যাচার হতো সে সময় কোনো প্রতিবাদ হয়নি। শাপলা চত্বরের ঘটনায় এখনকার মতো যদি বিগত সময় গরম বক্তব্য দিতো আলেম সমাজ, তাহলে ইতিহাস মুছে ফেলার সাহস দেখাতে পারতো না ফ্যাসিবাদী শক্তি।
বিগত সময় করা হয়রানি মূলক মিথ্যা প্রত্যাহারের কাজ চলমান আছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা জানান, হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ৫ মে নিষ্ঠুরতার সীমা অতিক্রম করেছিল আওয়ামী লীগ সরকার।
এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হলে আর কেউ আলেম ওলামাদের ওপর এ ধরনের হামলার সাহস দেখাতে পারবে না। অভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামী দলগুলোর মধ্যে একটি ঐক্য তৈরি হয়েছে বলে জানান এই জামায়াত নেতা। তিনি বলেন, এই ঐক্য ব্যর্থ হলে দেশ গভীর সংকটে পড়বে।