আন্দোলনরত শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সরকার সীমিত অর্থের কারণে সব দাবি একসঙ্গে মেনে নেওয়া সম্ভব নয়। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানিয়েছেন, বর্তমানে বাজেট ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সরকারের পক্ষে সকল প্রস্তাবিত সুবিধা বাস্তবায়ন করা যাচ্ছে না। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে শিক্ষকদের দাবি পূরণ করার চেষ্টা করা হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষকদের বেতন বর্তমান কাঠামো থেকে আরও বেশি বাড়ানো দরকার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অর্থসংস্থানের ওপর নির্ভর করছে তাদের দাবি পূরণের বিষয়টি। তাদের দাবি যৌক্তিক হলেও, টাকা না থাকায় তাদের দাবি পুরোপুরি পূরণ করা সম্ভব নয়।’
তবে আগামী বাজেটে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি প্রস্তাব করা হবে বলেও জানান অধ্যাপক আবরার।তিনি আরও বলেন, ‘আগামী পহেলা নভেম্বর থেকে ৫ শতাংশ হারে বা নূন্যতম ২০০০ টাকা বাড়ি ভাড়া দেয়ার প্রস্তাব করা হয়েছে। এর বেশি কোনোভাবেই বাড়ি ভাড়া বাড়ানো সম্ভব নয়।’
জনদুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলন প্রত্যাহারের জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ করা হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা।