শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫,
৩০ কার্তিক ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
ব্যাংক-বীমা
লক্ষ্যমাত্রা অর্জনে আড়াই মাসের কর্মসূচি রূপালী ব্যাংকের
অর্থনৈতিক প্রতিবেদক
Publish: Monday, 13 October, 2025, 9:59 PM  (ভিজিট : 99)

রূপালী ব্যাংকের ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনে ৭৫ দিনের কর্মসূচি দিয়েছে। ব্যাংকটির আমানত, হিসাবধারীর সংখ্যা, বিনিয়োগ, রেমিট্যান্স প্রবাহ, আমদানি-রফতানি বাণিজ্য ও খেলাপি ঋণ আদায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে লক্ষ্যমাত্রা অর্জনের এই পদক্ষেপ নিয়েছে ব্যাংকটি। 

জানা গেছে, ঋণ পুনরুদ্ধারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ২০২৫ সালকে আদায় বর্ষ হিসেবে ঘোষনা দেয়া হয়েছে। রূপালী ব্যাংক খেলাপিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ব্যাংকের প্যানেল আইনজীবীদের সঙ্গে সরাসরি বৈঠক করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। রূপালী কেইস ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে মামলাগুলোর নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। আইনগত জটিলতা দ্রুত নিরসনের জন্য সম্প্রতি চিফ লিগ্যাল অ্যাডভাইজর নিয়োগ দেওয়া হয়েছে।

রূপালী ব্যাংকের কর্মকর্তারা বলেন, ইতোমধ্যে বছরের শেষ ত্রৈমাসিক শুরু হয়েছে। তাই বিগত ৩টি ত্রৈমাসিকে যেসব কারণে কাঙ্খিত ফল অর্জন করা সম্ভব হয়নি সেসব কারণ চিহ্নিত করে অনুপুঙ্খ বিশ্লেষণ ও পর্যালোচনার ভিত্তিতে ডিসেম্বর ত্রৈমাসিকে কাঙ্খিত মুনাফা অর্জন ও ব্যাংকের শতভাগ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এই পরিকল্পনা নেয়া হয়েছে। এই আড়াই মাসে বাস্তবায়ন করতে হবে।  

জানা গেছে, ‘৭৫ (পঁচাত্তর) দিনের ব্যবসায়িক ক্র্যাশ প্রোগ্রাম’ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উক্ত কর্মসূচিতে ব্যাংকের অন্যান্য সাধারণ কর্মকান্ড স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক চলতি, সঞ্চয়ী ও এসএনডি হিসাব খোলা এবং এসব হিসাবে লো-কন্ট এবং নো-কল্ট আমানত সংগ্রহে অধিকতর গুরুত্ব দেয়া, ঋণ বিতরণে সিএমএসএমই খাতকে প্রাধান্য দেয়া, আদায় কার্যক্রম জোরদার করা, শ্রেণিকৃত ঋণ কমিয়ে আনা এবং কোনভাবেই যেন বিদ্যমান নিয়মিত ঋণসমূহ শ্রেণিকৃত না হয়, সেসব বিষয়ের উপর প্রাধান্য দিয়ে বছর শেষে কাঙ্খিত মুনাফা অর্জনের লক্ষ্যে নিম্নোক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

রূপালী ব্যাংকের কর্মকর্তারা আরো বলেন, বর্তমানে মোট আমানত দাঁড়িয়েছে ৭৩ হাজার ১৭০ কোটি টাকা। অবলোপন ঋণ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১১শ কোটি টাকা আদায় করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৮৬ কোটি টাকা বেশি। রূপালী ব্যাংক আগস্ট ২০২৫ পর্যন্ত প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করে দেশের তফসিলি ব্যাংকের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে, যা আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের সক্ষমতা ও আস্থার প্রতিফলন। বর্তমানে রূপালী ব্যাংক আর্থিক স্থিতিশীলতা অতিক্রম করে টেকসই প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে আরও সহজ ও গ্রাহকবান্ধব ডিজিটাল সেবা এবং নীতিমালা গ্রহণই ব্যাংকের প্রধান লক্ষ্য।


  

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ডিএনসিসির নগর ভবনের সামনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাদের অবস্থান
বিএনপি-জামায়াত বিভাজন, মাঠে আ. লীগের সুযোগ: নাসিরুদ্দিন
এআই’র সাহায্যে লকডাউন চালিয়েছে আওয়ামী লীগ: এ্যানি
দেশি মুরগি না খাওয়ার’ শিক্ষিকার স্বামী ৫ তলা বাড়ির মালিক
সনদের বাইরে পদক্ষেপের জন্য দায়ভার নিচ্ছে না বিএনপি: আমীর খসরু
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
আ’লীগের ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি,সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
দিল্লি হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
অপহ্নত ক্যামব্রিয়ান শিক্ষার্থী সুদীপ্তর লাশ উদ্ধার,গ্রেপ্তার-২
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝