সোমবার, ১৭ নভেম্বর ২০২৫,
৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
জাতীয়
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ বন্ধের পরিকল্পনা ইসির
নিজস্ব প্রতিবেদক
Publish: Wednesday, 8 October, 2025, 8:18 PM  (ভিজিট : 124)

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালনা করার বিধান তুলে দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে অনলাইনে নিবন্ধন কার্যক্রমকে আরও বেগবান করবে সংস্থাটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি অনুষ্ঠিত এক সংলাপ এমন পরিকল্পনার কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার বলেন, ভোটার নিবন্ধন ৩৬৫ দিন চালু থাকে। বছরের যেকোনো সময় ১৮ বছর হলে তিনি ভোটার হতে পারবেন। শুধু বায়োমেট্রিক দেওয়ার জন্য তাকে যেতে হয় সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে। ভোটার তালিকা হালনাগাদ যে শুধু বাড়ি বাড়ি গেল করতে হবে বিষয়টি তা নয়। বরং ভবিষ্যতে বাড়ি বাড়ি যেয়ে ভোটার করার বিধানটায় উঠিয়ে দেওয়ার চিন্তা আমরা করছি।

তিনি বলেন, এবারের হালনাগাদ করা হয়েছিল অতিরিক্ত ব্যয় নিয়ে। কারণ পর পর তিনটা বিতর্কিত নির্বাচনের পর এ ভোটার তালিকা নিয়ে আমরাই কনিফিডেন্স পাচ্ছিলাম না। এ ভোটার তালিকার কার্যকারিতা আমাদের পরীক্ষা করার দরকার ছিলো। এ কারণে আমাদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হয়েছে।

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম না করার কারণ তুলে ধরে তিনি বলেন, বাস্তবতার নীরিক্ষে দেখলাম অনেক জায়গায় আমাদের বাড়ির ভিতরে ঢুকতে দেয় না। বহুতল ভবনের নিচে থেকে পাঠিয়ে দেয়। সুতরাং আমাদের এ সীমাবদ্ধতা গুলো আছে এবং এলাকায় দুইবার তিনবার মাইকিং করার পরও আমাদের শ্রমজীবী মানুষদের পাওয়া যায় না, তাদের পক্ষে সম্ভব না ওইভাবে থাকা। তাই আমি মনে করি এখন যে বিধানটা (অনলাইনে নিবন্ধন) আছে এটাই থাকা উচিত। যেকোনো সময় যে কেউ ভোটার নিবন্ধন করতে পারবে। এরজন্য সচেতনতা সৃষ্টি করতে হবে যাতে তারা এটা করতে পারেন।

এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, পার্বত্য চট্টগ্রামে আগে মোবাইল নেটওয়ার্কের আওতায় ছিল না। এখন তা আছে। কোনো একটা জায়গাতে যেখানে নেটওয়ার্কের ক্যাভারেজ আছে সেখানে গিয়ে নিবন্ধন কার্যক্রমটা সম্পাদন করতে পারে। পাশাপাশি অনেক কম্পিউটারের দোকানও (অনলাইন সেবা প্রদান করে) এ সেবা দেয় সেখানেও করতে পারবে। আবার সরকার একটা ছাতার নিচে সকল সেবা পাওয়া যাবে এমন পদ্ধতি আনার চেষ্টা করছে। আমাদের নির্বাচন অফিসগুলোতে এ সেবা তো আছেই পাশাপাশি ইউনিয়ন পরিষদের অফিসগুলোতে এ কার্যক্রম শুরু করা যায় তাহলে সহজ হয়ে যাবে এটা।

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এর থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে সাতবার। ২০০৯-২০১০ সাল, ২০১২-২০১৩ সাল, ২০১৫-২০১৬ সাল, ২০১৭-২০১৮ সাল, ২০১৯-২০২০ ২০২২-২০২৩ ও ২০২৫ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে ইসি।

সবশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন ভোটার। পুরুষ ভোটা ৬ লাখ ৪১ লাখ ৪৫৫ জন ও নারী ভোটার ৬ লাখ ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ১২৩০ জন।

 আ.দৈ/আরএস



   বিষয়:  বাড়ি   বাড়ি   গিয়ে   ভোটার   তালিকা   হালনাগাদ   বন্ধের   পরিকল্পনা   ইসির  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শার্শায় পল্লীতে কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি
দাউদ ইব্রাহিমের পার্টিতে দুই বলিউড তারকা, নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬
আগুন-ককটেল হামলাকারীকে গুলি চালানোর নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

সাঈদ খোকনসহ ৩জনে বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা দুদকের
ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড
আর মেগা প্রজেক্ট থাকবে না, স্কিল ডেভেলপমেন্টকে গরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক যান চলাচল শুরু,
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝