দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি’র বোর্ডবাজার শাখার উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ব্যাংকিং প্রোডাক্টস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবা, ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং অন্যান্য সেবা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আজ বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোঃ লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. এটিএম জাফরুল আযম। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের গাজীপুর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান এবং বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক রেহানা খাতুনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক, সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই ‘ব্যাংকিং প্রোডাক্টস ক্যাম্পেইন’ সেই ধারাবাহিকতারই অংশ।
আমাদের লক্ষ্য, দেশের তরুণ প্রজন্মসহ সকল শ্রেণির মানুষকে ডিজিটাল ব্যাংকিংয়ের আওতায় আনা এবং ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করা। আমি বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা পূবালী ব্যাংকের সেবা সম্পর্কে আরও সচেতন হবেন এবং ব্যাংকিংয়ের প্রতি আস্থা ও আগ্রহ বাড়বে।