সম্প্রতি ঘরোয়া আয়োজনে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এখন হানিমুনে রয়েছেন এই দম্পতি।
হানিমুনের মূল গন্তব্য মালদ্বীপ হলেও তার আগে শ্রীলঙ্কায় কিছুদিন কাটাচ্ছেন ফারিয়া। সেখান থেকেই গতকাল (৭ অক্টোবর) নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন তিনি। ছুটির আমেজে তোলা ছবিটিতে অভিনেত্রীকে দেখা যায় হাফপ্যান্ট পরিহিত অবস্থায়।
ছবিটি ঘিরে শুরু হয় নানামুখী আলোচনা। কেউ কেউ প্রশংসা করলেও অনেকেই কটাক্ষ করেছেন তার পোশাক নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, ‘বিয়ের পর আপনি অনেক বদলে গেছেন’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘তারকাদের এমন পোশাক সমাজের জন্য ক্ষতিকর।’
ছবিটিতে ৫০ হাজারের বেশি রিঅ্যাক্ট এসেছে। মন্তব্য পড়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার। এর মধ্যে অনেকেই তাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
এ বিষয়ে শবনম ফারিয়া এখনো কোনো মন্তব্য করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা নিয়ে বরাবরই নিরুত্তর থেকেছেন এই অভিনেত্রী।
গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ফারিয়া ও তৈয়ব। বিয়ের পর বছরের শেষ দিকে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনাও রয়েছে তাদের।
তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। উচ্চশিক্ষা শেষ করেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে কর্মরত।