সোমবার, ১৭ নভেম্বর ২০২৫,
৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক
ইসরায়েলি কারাগার থেকে জামায়াত নেতার মুক্তি
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Tuesday, 7 October, 2025, 9:56 PM  (ভিজিট : 96)

ইসরায়েলি বাহিনীর হাতে আটক সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াত নেতা মুশতাক আহমদ মুক্তি পেয়েছেন।মঙ্গলবার (৭ অক্টোবর) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত পাকিস্তান দূতাবাসে নিরাপদে অবস্থান করছেন।

ইসরাইলি বাহিনী মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর আটক করার সময় মুশতাক আহমদসহ কয়েকশ কর্মীকে গ্রেপ্তার করে। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে ৪৪টি জাহাজের এই বহরটি গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করেছিল।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ইসহাক দার বলেন, সাবেক সিনেটর মুশতাক আহমদের মুক্তির বিষয়টি নিশ্চিত করতে পেরে আমি আনন্দিত। তিনি বর্তমানে পাকিস্তান দূতাবাসের তত্ত্বাবধানে আছেন, সুস্থ ও প্রফুল্ল আছেন। দূতাবাস তার ইচ্ছা ও সুবিধা অনুযায়ী দেশে ফেরার ব্যবস্থা করবে।

তিনি আরও বলেন, মুশতাক আহমদের মুক্তিতে যেসব বন্ধুত্বপূর্ণ দেশ ভূমিকা রেখেছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। মুক্তির পর এক ভিডিও বার্তায় সাবেক সিনেটর মুশতাক আহমদ জানান, ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার পর তাকে নেগেভ মরুভূমির কেচিওত কারাগারে (আনসার–৩ নামেও পরিচিত) রাখা হয়েছিল।

তিনি বলেন, আমাদের চোখ বেঁধে বন্দুক তাক করা হয়েছিল। আমি অনশন ধর্মঘট করেছিলাম। সেখানে বাতাস, বিশুদ্ধ পানি বা ওষুধের কোনো ব্যবস্থা ছিল না। আমাকে নির্যাতন করা হয়েছে।

মুশতাক আহমদ জানিয়েছেন, তিনি শিগগিরই পাকিস্তানে ফিরে বিস্তারিতভাবে তার অভিজ্ঞতা জানাবেন। তিনি বলেন, আমরা ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলন চালিয়ে যাব।

এর আগে সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও একই ফ্লোটিলায় আটক হন এবং ইসরাইলি হেফাজতে নির্যাতনের অভিযোগ আনেন। দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়, থুনবার্গকে বিছানার পোকায় (বেডবাগ) ভর্তি একটি সেলে রাখা হয়েছিল, যেখানে পর্যাপ্ত খাবার ও পানি ছিল না।

এদিকে জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার ১৩১ জন ফ্লোটিলা কর্মীকে ইসরাইল থেকে অ্যালেনবি ব্রিজ সীমান্তপথে জর্ডানে ফেরত পাঠানো হয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মীদের মধ্যে বাহরাইন, তিউনিসিয়া, আলজেরিয়া, ওমান, কুয়েত, লিবিয়া, পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ২০টিরও বেশি দেশের নাগরিক রয়েছেন।

 আ.দৈ/আরএস

   বিষয়:  ইসরায়েলি   কারাগার   থেকে   জামায়াত   নেতার   মুক্তি  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শার্শায় পল্লীতে কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি
দাউদ ইব্রাহিমের পার্টিতে দুই বলিউড তারকা, নোরা ও শ্রদ্ধা পুলিশের নজরে
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬
আগুন-ককটেল হামলাকারীকে গুলি চালানোর নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

সাঈদ খোকনসহ ৩জনে বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা দুদকের
ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড
আর মেগা প্রজেক্ট থাকবে না, স্কিল ডেভেলপমেন্টকে গরুত্ব দেবে বিএনপি : আমীর খসরু
রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক যান চলাচল শুরু,
আন্তর্জাতিক- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝