২০২৬ ফুটবল বিশ্বকাপের রঙিন মাসকট প্রকাশ করেছে ফিফা। আগামী বছরের জুন—জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। টুর্নামেন্টের আয়োজক তিন দেশের সংস্কৃতিকে প্রতীকীভাবে উপস্থাপন করতে ফিফা তিনটি মাসকট উন্মোচন করেছে ম্যাপল, জায়ু ও ক্লাচ।
কানাডার প্রতিনিধিত্ব করছে ম্যাপল। দেশটির জাতীয় পতাকার প্রতীক ম্যাপল পাতা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই চরিত্রকে মাঠে অদম্য প্রহরী গোলরক্ষক হিসেবে উপস্থাপন করা হয়েছে। মাঠের বাইরে ম্যাপল নগর সংস্কৃতি ও গানের ভক্ত।
মেক্সিকোর প্রতিনিধিত্ব করছে জায়ু, যা জঙ্গলের শক্তিশালী প্রাণী জাগুয়ারকে প্রতীক করেছে। মাঠে জায়ু অপ্রতিরোধ্য স্ট্রাইকার হিসেবে চিত্রিত। আর মাঠের বাইরে সে মেক্সিকোর রান্না, নৃত্য ও ঐতিহ্যের প্রতীক।
যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে ক্লাচ, যার প্রতীক ঈগল। মাঠে সে মিডফিল্ডারের মতো দলের মধ্যে বন্ধন তৈরি করে। প্রতীকীভাবে এটি শক্তি ও একত্রে থাকার প্রতিচ্ছবি।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মাসকট তিনটিকে “দুর্দান্ত” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ম্যাপল, জায়ু ও ক্লাচ জয়, শক্তি ও একত্রে থাকার প্রতীক। এগুলো শুধু শিশুদের নয়, পুরো বিশ্বের হৃদয় জয় করবে।
টুর্নামেন্ট শুরুর এখনও প্রায় ৯ মাস বাকি থাকলেও বিশ্বকাপের টিকিট নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। মাসকট তিনটি প্রকাশের মধ্য দিয়ে আয়োজকরা উৎসবমুখর পরিবেশ তৈরির প্রস্তুতি আরও একধাপ এগিয়ে নিল।
আ.দৈ/ওফা