বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তিনি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই পদত্যাগপত্র দাখিল করেছেন, যা আগামী ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, চাকরির মেয়াদ চার মাস আছে। ঢাকা থেকে রাজশাহী যাতায়াতে ও ওখানে থাকা এবং সার্ভিস খরচ তা বেতনের চেয়ে বেশি। তাই স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এখানে অন্য কোনো কারণ নেই।
বিভিন্ন সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে তাকে জোরপূর্বক অপসারণের বিষয়ে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে।