"জন্ম-মৃত্য নিবন্ধন,আনবে দেশে সুশাসন" এই প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস।
এ উপলক্ষে আজ রোববার (৬ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল, কৃষি কর্মকর্তা নিটুল রায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা।
উল্লেখ্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে জাতীয় জন্ম নিবন্ধন দিবসকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার।
আ. দৈ. /কাশেম / রানা