বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে উত্তর জেলা মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, ছাত্র-জনতা হত্যার রক্তে রঞ্জিত স্বৈরাচারের সঙ্গে জামায়াত হাত মিলিয়েছে।
তিনি উল্লেখ করেন, ছাত্রশিবির কোনোভাবেই ডাকসুতে সাধারণ ছাত্র-ছাত্রীদের ভোটে স্বতঃসিদ্ধভাবে জয়লাভ করতে পারেনি। ভোটের বিশাল অংশ ছাত্রলীগের হাতে গিয়েছে, যা অনুসন্ধান করলে শিবিরের বিজয় কিভাবে সম্ভব হয়েছে তা সহজেই বোঝা যায়। এমরান সালেহ প্রিন্স আরও বলেন, দিল্লীতে বসে শেখ হাসিনা দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং নির্বাচনের প্রভাবশালী ক্ষেত্রে তা প্রকাশ পাচ্ছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির কেন্দ্র, যেখানে মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান ও চব্বিশের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু এবারের নির্বাচনে স্বৈরাচার ও রাজাকার একাকার হয়ে সাধারণ ছাত্র-ছাত্রীর ভোটাধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে।
সালেহ প্রিন্স দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি অসংখ্য নির্যাতন সহ্য করেও ফ্যাসিবাদের কাছে মাথা নত করেননি এবং দীর্ঘ নির্যাতনের পরও দেশনেত্রী হিসেবে অটল থেকেছেন।
উত্তর জেলা মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও পতাকা উত্তোলনের আয়োজন করা হয়। র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে স্থানীয় ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।