প্রায় বছরখানেক ধরে মার্কিন মুলুকে রয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সরকার বদলের পর নানা দিক বিবেচনা করেই এখনও দেশে ফেরেননি তিনি।
অন্যদিকে সম্প্রতি সময়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রেই বর্তমানে থাকছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন সেখানকার বিভিন্ন শহরে।
এরই মধ্যে সম্প্রতি আবারও আলোচনায় এসেছে জায়েদ খান-মাহির অতীতের প্রেমের গুঞ্জন। ঢালিউডে একটা সময়ে কান পাতলেই শোনা যেত, জায়েদ-মাহির প্রেমের খবর।
তবে হঠাৎ করেই দুজনকে জড়িয়ে সেই আলোচনা থেমে যায়। এরপর মাহি বিয়ে করে সংসার জীবনেও থিতু হওয়ার চেষ্টা করে। তবে সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।
মাহি বছর খানেক আগে ডিভোর্স নিয়ে এখন আমেরিকায় অবস্থান করছেন। অন্যদিকে জায়েদ খানও বহুদিন ধরে সেখানেই। ফলে তাদের দুজনের প্রেমের গুঞ্জন নিয়ে বিভিন্ন সংবাদের শিরোনামও হচ্ছে নতুন করে।
বিষয়টি নিয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা জানান, ‘মাহির সঙ্গে প্রেমের খবর ভুয়া। এসব নিয়ে কথা বলার মতোও কিছু নাই।’জায়েদ আরও জানালেন, একটি ঘরোয়া অনুষ্ঠানেই দেখা হয়েছিল মাহির সঙ্গে। এর বেশি কিছুই নয়। মাহি কেবলই তার সহকর্মী।
আ.দৈ/আরএস