গা্ইবান্ধা জেলার সাঘাটা উপজেলা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি -শওকত মির্জা রুস্তম এবং সাধারণ সম্পাদক-মো: শামীম মন্ডল নির্বাচিত হয়েছেন। এই কমিটির অপর কর্মকতারা হলেন,সাংগঠনিক সম্পাদক-মোছা: আশরাফি আক্তার,কোষাধ্যক্ষ-মোছা: শাপলা বেগম ।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কার্য্যনির্বাহী সদস্যগণ, হলেন; মোঃ ওমর আলী, মোঃ সহিদুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, রঞ্জু মিয়া, মো: রফিকু দ্দৌলা ।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, মোছা: মাহফুজা বেগম, মোঃ শরিফুল আরিফিন, মোঃ আতাউর রহমান, মো: শাহিন আলম, মো: আমিনুল ইসলাম, মো: আহসানুল হাফিজ, শাহানা আক্তার বিথী, একরামুল হোসেন, আলী হোসেন, মোছা: ইতি বেগম ।
আ. দৈ./কাশেম