সিলেটের শাহপরান (রহ.) এলাকা থেকে ২৪২ বোতল ফেনসিডিলসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। ঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক রাত সোয়া ৪ টার দিকে সিলেটের শাহপরান (রহ.) থানাধীন ৯নং ওয়ার্ডস্থজালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার হাজরাই এলাকার তাজমুল আলী হেলালের ছেলে কাওসার উদ্দিন (২৮)।
র্যাব-৯ জানায়, র্যাব-৯ সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক রাত পৌণে ৪ টার দিকে মাদকদ্রব্য উদ্ধারে শাহপরান (রহ.) থানাধীন সুরমা গেইটেবিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গোপন সূত্রে খবর পায় যে, সিলেটের জাফলং হতে কতিপয় ব্যক্তি একটি পিকআপ গাড়ীতে অবৈধ মাদকদ্রব্য নিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা করেছে।
এই খবর পেয়ে র্যাব-৯ এর সদস্যরা শাহপরান (রহ.) থানাধীন ৯নং ওয়ার্ডস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে আনুমানিক রাত সোয়া ৪টার দিকে সিলেটগামী একটি পিকআপকে থামানোর সংকেত দিলে পিকআপটিকে ঘটনাস্থলে থামিয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ও পিকআপ তল্লাশি করে পিকআপের ডান পাশের দরজার ভেতরে রক্ষিত অবস্থায় ১২১ বোতল এবং বাম পাশের দরজার ভেতরে রক্ষিত অবস্থায় ১২১ বোতলসহ মোট ২৪২ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ব্যক্তি স্বীকার করে যে, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে পিকাআপে বহন করে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে উল্লেখিত মাদক ও পিকআপসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত এসএমপি, সিলেট এর শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।’