বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
২৯ কার্তিক ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ব্যাংক-বীমা
সুনামগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের গ্রাহক সমাবেশ ও গণশুনানী অনুষ্ঠিত
Publish: Monday, 8 September, 2025, 6:12 PM  (ভিজিট : 74)

কর্মসংস্থান ব্যাংকের সুনামগঞ্জ শাখা, সুনামগঞ্জ এর গ্রাহক এবং অংশীজনের অংশগ্রহণে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, সুনামগঞ্জ-এ গ্রাহক সমাবেশ ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

গ্রাহক সমাবেশ ও গণশুনানীতে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ: আকতার হোসেন প্রধান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মোমতাজ উদ্দিন, বোর্ড সচিব মো: ইকবাল হোসেনসহ প্রমুখ।

গণশুনানীতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে, সুনামগঞ্জকে একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় উল্লেখ করে জেলার কৃষি, মৎস্য, হাওর নির্ভরপণ্য এবং পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এসময়ে তিনি উদ্যোক্তাদের কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ গ্রহণ করে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ প্রদান করেন। 

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে, সকল সেবাপ্রদানকারীদের নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান। কর্মসংস্থান ব্যাংক উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে অর্থায়ন করছে জানিয়ে সুনামগঞ্জ জেলার পিছিয়ে পড়া জনপদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এসময়ে তিনি সঠিক ব্যক্তিকে সঠিক পরিমাণে ঋণ দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহবান জানান।

জেলা প্রশাসক, সুনামগঞ্জ তার বক্তব্যে বলেন, আর্থিক অন্তর্ভূক্তির মাধ্যমে কর্মসংস্থানের অভাব দূর করে কর্মসংস্থান ব্যাংকের সহায়তায় আত্মনির্ভরশীল উদ্যোক্তা তৈরির আহবান জানান। এসময়ে তিনি চামড়া শিল্প, সোলার প্যানেল, জুয়েলারী প্রভৃতি খাতে ঋণ প্রদানের ব্যাপক সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন।  

উক্ত সমাবেশে অতিথিগণ আমন্ত্রিত অংশীজন ও গ্রাহকগণের বিভিন্ন মতামত এবং ব্যাংকের বিদ্যমান সেবা সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এসময়ে অংশীজন ও গ্রাহকগণ ব্যাংকের সেবা সম্পর্কে সন্তুষ্ট প্রকাশ করেন।                                                                                        

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির স্বাক্ষরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি
জুলাই সনদ বাস্তবায়নে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে সরকার
জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি প্রধান উপদেষ্টার ভাষণে: গোলাম পরওয়ার
প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদসের উচ্চকক্ষ, হ্যাঁ-না ভোটে সিদ্ধান্ত
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে গ্রেফতার হওয়া আ'লীগ নেতা ফারুক কারাগারে
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
দিল্লি হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
অপহ্নত ক্যামব্রিয়ান শিক্ষার্থী সুদীপ্তর লাশ উদ্ধার,গ্রেপ্তার-২
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝