বাংলাদেশে চলমান সহিংস পরিবেশে টিকবে না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারম্যান ফ্রাঁসোয়া ভালেরিয়াঁ। তিনি আরও বলেছেন, সাংবাদিক ও সুশীল সমাজের কর্মীদের হয়রানি ও হুমকি এবং সহিংস পরিবেশে সংস্কার টিকতে পারবে না।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় সাংবাদিকদের ওপর ‘ক্রমবর্ধমান হামলা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ফ্রাঁসোয়া ভালেরিয়াঁ। তিন বলেন, দুর্নীতিকে পুষ্ট করার ‘গোপনীয়তার সংস্কৃতি’ ভাঙতে মুক্ত ও নিরাপদ সংবাদ পরিবেশন অত্যাবশ্যক।
আওয়ামী লীগ সরকারের সময়কার কথা তুলে ধরে টিআই চেয়ারম্যান বলেন, আগের সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এর ফলে সরকারি সেবায় দীর্ঘমেয়াদী ধ্বংস ডেকে এনেছে। একইসঙ্গে বৈষম্য বাড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ থেকে যদি এই অর্থ লুট না হতো, তাহলে দারিদ্র্য অনেক বেশি কার্যকরভাবে কমানো যেত।
টিআইবির নির্বাহীর পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বিদেশে যদি অর্থ পাচার করার কোনো সুযোগ না থাকে, তাহলে পাচারকারীরা টাকা পাচারের সুযোগ পাবেন না। তাই দেশের বাইরে টাকা যাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। সেটি বন্ধ করার যে হাতিয়ার রয়েছে সেগুলো আরও শাণিত করতে হবে। অর্থ পাচার–সংক্রান্ত আইনগুলো আরও জোরালোভাবে প্রয়োগ করতে হবে উল্লেখ করেন তিনি।