সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর যৌথ ব্যবস্থাপনায় Resilience in the Information Domain: Tools to Address Misinformation and Disinformation on Social Media শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার এমআইএসটির জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ এবং বিশেষ অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও সেমিনারে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার কর্মকর্তাবৃন্দ, মিডিয়া ব্যক্তিবর্গ এবং এমআইএসটি, বিইউপি, মেরিটাইম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর ফ্যাকাল্টি ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) তাঁর বক্তব্যে, বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্য সুরক্ষিত করতে টেকসই কৌশল অনুসন্ধান, সাইবার সুরক্ষা শক্তিশালীকরণ ও প্রযুক্তিগত উন্নয়নসহ সমন্বিত পদ্ধতিসমূহ চিহ্নিত করে এর বাস্তবসম্মত প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ তার বক্তব্যে, অপপ্রচার ও অপতথ্য প্রতিরোধে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন ভবিষ্যতের যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, বরং একটি ভাইরাল ভিডিও বা বিকৃত তথ্য দিয়ে শুরু হতে পারে। সত্যকে জাতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি বলেন, আজকের যুগে একটি পোস্ট বা ভাইরাল কনন্টেন্ট মিসাইলের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। তিনি সবাইকে কোন কিছু শেয়ার করার আগে নিজেকে প্রশ্ন করা, দেশীয় ফ্যাক্ট-চেকিং টুলস তৈরি, ডিপফেক প্রতিরোধে এআই-ভিত্তিক সল্যুশন গবেষণা পরিচালনা এবং সামরিক ও বেসামরিক শিক্ষায় মিডিয়া জ্ঞান অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।