বাংলাদেশের বেসরকারী খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি ৩য় আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ ও অ্যাওয়ার্ডস ২০২৫-এ শীর্ষ সম্মান অর্জন করেছে।
ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের (ওঈঈ) আয়োজনে ভারতের রাজধানী নয়াদিল্লির লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত এই কনক্লেভে পূবালী ব্যাংক পাঁচটি ক্যাটাগরিতে সম্মানিত হয়: সেরা ব্যাংক, সম্পদের গুণগত মান, প্রবৃদ্ধি, এমএসএমই ত্বরান্বিতকরণ এবং এআই/এমএল বাস্তবায়ন। পূবালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মনজুরুর রহমান ব্যাংকের পক্ষে শ্রীলঙ্কা কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর জে.পি.আর. করুনারত্নের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এসময় উপস্থিত ছিলেন।
ভারতের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট’-এর পরিচালক পার্থ রায়, ছ.ট.ও.ঊ.ঞ. ওহপ.-এর প্রেসিডেন্ট ও সিইও এবং চঈি-এর প্রাক্তন পার্টনার ডঃ জয়দীপ কে. রায় এবং ঘচঝ ঞৎঁংঃ-চঋজউঅ এর প্রাক্তন চেয়ারম্যান, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং আইসিসি ন্যাশনাল এক্সপার্ট কমিটি অন বিএফআইসি-এর চেয়ারম্যান অতনু সেন অন্যান্য সম্মাননা পদকসমূহ আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। এই অর্জন পূবালী ব্যাংকের দীর্ঘদিনের আস্থা, নির্ভরযোগ্যতা ও মানসম্মত সেবার প্রতি অঙ্গীকারের প্রতিফলন।
ব্যাংকের প্রবৃদ্ধি একটি সুস্পষ্ট ভিশনের আলোকে পরিচালিত হয় Ñ উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান করা এবং একইসঙ্গে সর্বো”চ নৈতিক মানদণ্ড ও গ্রাহক সেবাকে অক্ষুণ্ন রাখা। পূবালী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি এর মানবসম্পদ Ñ তাদের নিষ্ঠা, দক্ষতা ও সততার মাধ্যমে ব্যাংক ক্রমাগত অগ্রসর হচ্ছে এবং গ্রাহক ও সমাজের ইতিবাচক অবদান রেখে চলেছে।