ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৭ সেপ্টেম্বর (রোববার) থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত চারদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে এই চারদিন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।